Thursday 1 October 2009

হাঁটুর ব্যথায় করণীয়


অনেক দিন শরীরে ব্যথা থাকলে তাকে অনেকে বাত ব্যথা বলে থাকেন। ডাক্তারি বিদ্যায় এটাকে রিউমেটিক পেইন বলে। এ ধরনের বাত ব্যথা বয়ষ্কদের বেশি হয়, তবে কম বয়সীরাও অনেক সময় এ রোগে ভুগে থাকে। হাঁটু ব্যথার অনেক কারণ আছে যেমন- আঘাতজনিত হাঁটু ব্যথা, বাতজনিত হাঁটু ব্যথা, জীবাণু সংক্রমণজনিত ব্যথা ইত্যাদি। হাঁটুর অস্খি সংযোগে ব্যথা প্রথমে অল্প থেকে শুরু হয় এবং ক্রমে তা বৃদ্ধি পেতে থাকে। হাঁটুর অস্খি সংযোগে দুর্বলতা বা জোর না পাওয়ার অনুভূতি হয়। ব্যথার সাথে প্রদাহ হতে পারে। এই প্রদাহ হলে হাঁটু কিছুটা ফুলে যায়। ব্যথা উপশমকারী ওষুধ হিসেবে প্যারাসিটামল উত্তম। কোনো কোনো ক্ষেত্রে ইনডোম্যাথাসিন, ডাইক্লোফেন্যাক, আইবুপ্রোফেন রোগীর অবস্খা অনুযায়ী দেয়া হয়ে থাকে। ব্যথা থাকা অবস্খায় মাংসপেশি শিথিলকরণ ওষুধ যেমন, ডায়াজিপাম সেবন করা যেতে পারে। সব ক্ষেত্রে একমাত্র চিকিৎসকের পরামর্শ মোতাবেক নির্দিষ্ট মাত্রায় সঠিক নিয়মে ওষুধ খেতে হবে। ইন্টারনেট।

No comments:

Post a Comment