স্বামীকে বাঁচাতে ৭তলা থেকে লাফ
দক্ষিণ চীনের একটি শহরে এক ব্যক্তির বিরুদ্ধে বৈদ্যুতিক তার চুরির মামলা হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতারের জন্য তার বাড়ি ঘেরাও করে। লোকটি যাতে লাফিয়ে পড়ে আত্মহত্যা না করে সে জন্য পুলিশ বহুতল ওই ভবনের চারপাশে মোটা তোষক বিছিয়ে দেয়। পুলিশ সন্দেহভাজন ওই চোরের সাত তলার ফ্ল্যাটে উঠার প্রস্তুতি নিতেই ওই ফ্ল্যাট থেকে তার স্ত্রী লাফিয়ে পড়েন তোষকের উপর। আকস্মিক এ ঘটনায় হতভম্ব পুলিশের দলটি মহিলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ওই ফাঁকে পালিয়ে যান তার স্বামী। সাত তলা থেকে লাফিয়ে পড়লেও মহিলা তেমন গুরুতর আহত হননি। পরে পুলিশ তাকে ছেড়ে দেয়। ইন্টারনেট।
Dhaka Time
No comments:
Post a Comment