Tuesday, 14 April 2009
সিডনিতে মন্দির প্রতিষ্ঠার ঘোষনা দিয়ে ইসলাম গ্রহন করলেন
বিশ্বস্থসুত্রে জানা গেছে যে শুধুমাত্র বৈবাহিক কারনেই সিডনীতে একজন হিন্দু ও বাংলাদেশের সংখ্যালঘু অধিকার সচেতন একজন নেতা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মাšতর পর উক্ত নও-মুসলিম নিজের নাম মোহাম্মদ তাজুল ইসলাম রেখেছেন। আধুনিক মুসলিম বিশ্বের জন্যে এটি একটি নেয়ামত ও মহা সুসংবাদ। উক্ত ঝঞ্জাটের কারণে দখ্খীন ভারতীয় আদলে সিডনীতে হিন্দুদের একটি মন্দির প্রতিষ্ঠা করার ঘোষনা দেয়ার পরেও তা আপাতত তিনি বা¯তবায়ন করতে পারছেন না। কিন্তু সিডনীর বাংলাদেশী মুসলমানরা কয়েকটি মাসালা ও একটি মসজিদ প্রতিষ্ঠিত করতে পারলেও বাংলাদেশী হিন্দুদের পুজা-পার্বন করার কোন আসন বা মন্দির আজো প্রতিষ্ঠিত হয়নি। তাই উক্ত সম্প্রাদায়ের প্রাণের দাবী এই প্রশাšত মহাসাগর পাড়ে নিজেদের ভবিষ্যৎ বংশধরদের জন্যে একটি মন্দির প্রতিষ্ঠা করে যাওয়া। তাও তাজুল ইসলামের ধর্মাšতরের কারণে এখন অনিশ্চিত হয়ে গেল। আর বুঝি বাংলাদেশী হিন্দুরা মন্দির পেলন না। তবুও ধর্মানুরাগী অনেক হিন্দুরা আজো বুকে পাথর চেপে গগনমুখী ভগবানের দৈব শক্তির পানে চেয়ে আছেন। তাজুল ইসলাম কি শেষ পর্যšত সনাতন ধর্মের মন্দির প্রতিষ্ঠা করে তার প্রতিশ্রুতি রাখতে পারবেন? সংগ্রহ কর্ণফুলি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment