Friday, 3 April 2009
ভারত বুভুক্ষু দেশের তালিকায়
অনাহারে থাকা দেশগুলোর তালিকায় আবারও ভারতের নাম উঠে এসেছে । সাম্প্রতিক সময়ে প্রকাশিত ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা আই.এফ.পি.আর.আই এর একটি সমীক্ষায় বলা হয়েছে, পৃথিবীর ৮৮ টি বুভুক্ষু দেশের মধ্যে ভারতের স্থান ৬৬ নম্বরে রয়েছে। ভারতে অনাহারে থাকা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে । এরপরই বিহার ও ঝাড়খন্ডের নাম আছে । তবে কেরালা ও পাঞ্জাব একটু ভাল অবস্থানে রয়েছে। খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি, সুষম বন্টনের অভাব ও মজুতদারির ফলেই খাদ্যে স্বয়ম্ভর হওয়া সত্ত্বেও ভারতের এমন দুর্দশা বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বছরের পর বছর আর্থিক দিক দিয়ে অগ্রগতি ঘটলেও গরীব ভারতীয়রা এ থেকে মুক্তি পাচ্ছে না । এক্ষেত্রে ভারতের স্থান আফ্রিকার দেশগুলোরও পিছনে । অন্যদিকে, জাতি সংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা ফাও এক মতামত জরিপ রিপোর্টে জানিয়েছে, খাদ্যশস্যের দাম ক্রমাগত বাড়তে থাকার ফলে ভারতের অন্তত ৫০ কোটি মানুষের খাদ্যাভাবের আশঙ্কা রয়েছে । এর ফলে অর্ধাহারে অনাহারে থাকা মানুষের পরিসংখ্যানটি খুব শীঘ্রই উদ্বেগজনক হয়ে উঠবে বলে ঐ রিপোর্টে মন্তব্য করা হয়েছে । ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা ফাওয়ের প্রতিনিধি গ্যাভিন ওয়াল বলেছেন, এই মুহুর্তে ভারতে অনাহারে থাকা মানুষের সংখ্যা আফ্রিকার দেশগুলোর চেয়েও বেশি । এমনকি পাকিস্তানও ভারতের থেকে ভাল অবস্থানে রয়েছে । ২০০৯ সালে কোন দেশের সার্বিক চিত্র বিশেষত রাজনৈতিক এবং আর্থিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে সমীক্ষা শুরু হয়েছে । এ ব্যাপারে সিঙ্গাপুরের কনসালটেন্সি ফার্ম এক সমীক্ষা রিপোর্ট পেশ করেছে। সে রিপোর্ট অনুযায়ী, ভারতের মাথার ওপরে সঙ্কটের খড়গ ঝুলছে । বলা হয়েছে, সে দেশের আগামী লোকসভা নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে তার কোনও প্রভাব পড়বে না।
Subscribe to:
Post Comments (Atom)
Dhaka Time
No comments:
Post a Comment