Tuesday, 14 April 2009

ছাত্রলীগের তান্ডব এ তান্ডব কি থামানো যাবেনা?

রায়পুরে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ
Wednesday, April 1, 2009

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী গ্রামে এক প্রবাসীর কিশোরী কন্যা পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও তরুণলীগের ৪ নেতার বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় রায়পুর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় উক্ত দিন সন্ধ্যায় তাৎণিক এক সভায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইউসুফ আজম সিদ্দিকীকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা ছাত্রলীগ। তারা এ মর্মে একটি সুপারিশ জেলা কমিটির নিকট প্রেরণ করেছে বলে যুগ্ম আহবায়ক আবু সাঈদ চৌধূরী শাকিল জানিয়েছেন।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাতে প্রবাসী লেদু মিয়ার কিশোরী কন্যা (১৬) কে বামনী গ্রামের চৌধুরিয়ার বাড়ি থেকে উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইউসুফ আজম সিদ্দিকীর নেতৃত্বে একদল যুবক নিয়ে যায়। ওই রাতেই তাকে পালাক্রমে ধর্ষণ করে ইউসুফ আজম (২৮), ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন (৩৫), উপজেলা তরুণলীগ যুগ্ম আহবায়ক সুজন কুমার ঘোষ (২৫) ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল পাটওয়ারী (৩৫) ও অজ্ঞাত এক যুবক। ঘটনার পরদিন সকালে কিশোরীকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়। এ নিয়ে আইনের আশ্রয় নেওয়া হলে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়ায় তার পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। একইদিন পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে নিজে বাদী হয়ে ওই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করে। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ঘটনার শিকার কিশোরী (লাভলী) বলেন, অভিযুক্তরা ঘটনার পর থেকে পুলিশী সহযোগিতা না নেওয়ার জন্য আমাদেরকে শাসিয়েছে। আমার উপর অমানুষিক ও বর্বর নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই। অভিযুক্ত ইউসুফ আজম সিদ্দিকী বলেন, আমি ঘটনায় জড়িত নই। ওইদিন রাত ১০টায় মেয়েটিকে উদ্ধার করে রাতে আমার জিম্মায় রাখি। আমি পরিস্থিতির শিকার। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন খোকন বলেন, দলের ভাবমূর্তি ুন্ন করায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment