তোমাকে ভালবাসি,যতটুকু আমি আমাকে ভালবাসি,
পরিমাপ হীন সে ভালবাসা যাহা মোর অবর্নণীয় ।
তাইত তোমার নিকের বিচ্ছেদ হয়ে যায় অসহনীয় ।
আমার এ ভালবাসা অনুভব করেছি , প্রতিটি পলে পলে,
যখন তুমি নিকের তরে চুর আড়াঁল হলে ।
তুমি নাই তবু ও তোমার অ¯িতত্ব অনুভব করি ,
আমার হৃদয় তোমায় ডাকে, তুমি ও হৃদয়ে হৃদয়ে সাড়া দাও ,
তোমারি জন্যে গচ্ছিত আমার ভালবাসাকে স্মরি।
যখন তোমার সাড়া না পাই আমার ভালবাসার ডাকে,
রক্তাক্ত হৃদয়াপথ অবরুদ্ধ হয় প্রতিটি বাকে বাকে।
তষন আমার দুটি হাতের মুঠোয় মুঠোয় ধরে ,
স্বল্পচুলো মাথাটার চুল ছিড়তে ইচ্ছে করে ।
তোমাকে বিশ্বাস করি ,আইয়ুবের (আঃ) এর প্রেমের মত,
তুমি যেন রহিমার সম পূত আর পবিত্র ।
তোমাকে অবিশ্বাসের কথা ভাবিনিত কস্মিনকালে,
সন্দেহ করেছি বলে বাধলে অপবাদের জালে ।
প্রিয় জনের ভালবাসাকে সন্দেহ করা যে পাপ,
দেখলেনা তুমি আমার ভালবাসা করে পরিমাপ ।
বিধাতার নিকট করলে কেন আঁখিজলে ফরিয়াদ,
ভালবাসায় ? নাকি ঘোচাতে চেয়েছ বিধবার অপবাদ ।
রহিমা বিবির কেশর কাটানো ভালবাসার মত,
দিতে চেয়েছ কি ? তোমার ভাল লাগার অমরত্ব ।
এটা কি ছিল তোমার ভালবাসা ? নাকি শুধু অভিনয় ?
সত্যি যদি হয় তাহলে, কি করে হল তার য় ।
তুমি আসবে তাই প্রতীায় থাকি পুরো সাপ্তাহ ধরে ,
তুমি আসলে হৃদয়টা মোর শান্তিতে যায় ভরে ।
প্রতীার যেন হয়ে গেল শেষ চাতক পাখির,
বহুদিনে সে পেয়েছে দেখা বৈশাখী বৃষ্টির ।
ভালবাসি তোমায়, আমার ভালবাসায় নাইকো কোন খাদ,
হুর চাহিনা , চাই যে তোমায় করি ফরিয়াদ ।
প্রার্থনা করি আমাদের যেন মা করে দেয় প্রভু ,
ভালবাসায় খাদ খোজনা, ভুল বুঝনা কভু।
দোয়া করি যেন দুজনে মিলে সন্তানাদির তরে,
ভাল রাখে যেন আল্লাহ তাদের অনাদিকাল ধরে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment