Tuesday, 14 April 2009
কলিযুগের রহিম বাদশাহ ও রপবান
কলি’র এই যুগে মাত্র একযুগ বয়সী একটি শিশু গত সোমবার [০৯/০২/২০০৯] বাবা হলো। তেরো বছর বয়সি উক্ত বৃটিশ শিশুটি তার ১৫ বছর বয়সি বালিকা বন্ধুর সাথে একরাতে অরতি কায়দায় সঙ্গম করে সম্প্রতি একটি কন্যা সন্তান জন্ম দিয়ে সারা বৃটেনে মহা তোলপাড় তুলে দিয়েছে। সাংবাদিকদের এক প্রশেড়বর উত্তরে ধাঁধাঁগ্রস্থ উক্ত ‘শিশু-পিতা’ জানেনা কিভাবে এখন সে তার পৈতৃক দায়ীত্ব পালন করবে। উক্ত বৃটিশ ‘শিশু-পিতা’ আলফী প্যাটার্ন সাংবাদিকদের প্রশেড়বর জবাবে আরো বলেছে ‘শিশুদের ন্যাপী’র মুল্য কত আমি জানি না, তবে মনে হয় অনেক দাম হবে।” বয়সের তুলনায় কচি-মুখের উক্ত ‘শিশু-পিতা’কে দেখতে মাত্র ৮ বছর বয়সি মনে হয়। তার ১৫ বছর বয়সি বালিকা বান্ধবি শ্যান্টেল ষ্টিডম্যান একটি সুস্থ্য কন্যা সন্তান জন্ম দেয়, নবজাতিকার নাম ম্যাসি রোক্্রানা। উক্ত শিশু দম্পতি সাংবাদিকদেরকে তাদের গর্ভধারনের রোমাঞ্চকর অভিযাত্রা এবং কিভাবে গোপনে গর্ভনাশ বিষয়টি তারা এড়িয়ে গেছে তা বি¯তারিত বর্ণনা করেছে। সাংবাদিকরা শিশু-পিতা আলফীকে জিজ্ঞেস করে, “কিভাবে তুমি এখন ফাইনানসিয়ালি বিষয়টি মোকাবেলা করবে?” উক্ত কঠিন শব্দের সাথে অপরিচিত অবুঝ আলফী সাংবাদিকদেরকে উল্টো জিজ্ঞেস করে বসে, “ফাইনানসিয়াল শব্দটির অর্থ কি?” লাজুক আলফী যার কন্ঠে এখনো শিশুর স্বর সে আরো বললো, “আমি ভেবেছিলাম একটি শিশু জন্ম দিলে ভালোই হয়। আমরা ভাবিনি কিভাবে আমরা আমাদের নবজাতিকাকে দেখভাল করবো। আমার নিজেরো কোন জেব-খরচ (পকেট-মানি) নেই। আমার মা যখন প্রথম বিষয়টি জেনেছিল আমি তখন ভেবেছিলাম আমি মহাবিপদেই পড়ে গেছি। আমরা শিশুটা রাখতে চাইছি কিন্তু জানিনা প্রতিবেশী লোকেরা কি বলবে। আমি জানতাম না বাবা হওয়ার অনুভুতিটি কেমন। তারপরেও একজন ভালো পিতা হতে আমি চেষ্টা করবো।” আলফী’র বালিকা বন্ধু শ্যান্টেল একজন স্কুল পড়–য়া মেয়ে। সন্তান প্রসবের পর শ্যান্টেল হাসপাতাল থেকে তার বাবার বাড়ীতে যায় যেখানে তার আরো পাঁচজন সšতান সহ তার পিতামাতা বাস করে। এই শিশু-দম্পতির উভয় পিতামাতারা সরকারী ভাতার উপর জীবনযাপন করছে। উক্ত বিষয়টি বৃটিশ প্রধানমন্ত্রী এবং বিরোধী দল সহ সকল নেতৃস্থানীয় ব্যক্তিদের ভাবিয়ে তুলেছে, বিব্রত হয়েছে সংরনবাদী লাখো পিতামাতারা। তারা বৃটেনে অল্পবয়সে গর্ভধারন বিষয়টিকে রোধ করার কথা কঠিনভাবে ভাবছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment